advertisement
advertisement
advertisement.

‘রূপসা নদীর বাঁকে’র শুটিং শেষ

বিনোদন সময় প্রতিবেদক
৩ অক্টোবর ২০১৯ ১২:০০ এএম | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১২:১৪ এএম
advertisement..

গত ২৯ সেপ্টেম্বর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে দৃশ্যধারণের মধ্য দিয়ে শেষ হলো তানভীর মোকাম্মেলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’র শুটিং। চলচ্চিত্রটি একজন বামপন্থি নেতার জীবনী নিয়ে, যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিল। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত দুই ঘণ্টা দৈর্ঘ্যরে ছবিটিতে তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাসমূহ একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হবে।

advertisement

বিভিন্ন বয়সে বামপন্থি নেতাটির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ ও তাওসিফ সাদমান তূর্য্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, নাজিবা বাশার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসুসহ আরও অনেকে।