তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের মেয়ে জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ সুলতানা রেজওয়ান চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
গতকাল সকাল ৮টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। নিজ জেলায় তিনি ইদু চৌধুরী হিসেবে ব্যাপক পরিচিত।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শবদলহাট গ্রামের পারিবারিক গোরস্তানে সুলতানা রেজওয়ান চৌধুরীকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক প্রদ্বীপ কুমার, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আমিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি চৌধুরী স্বপন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনাও জানান তারা।