advertisement
advertisement
advertisement.

জাতীয় প্যারা ব্যাডমিন্টন

ক্রীড়া ডেস্ক
৪ মার্চ ২০২১ ১২:০০ এএম | আপডেট: ৩ মার্চ ২০২১ ১০:১৮ পিএম
advertisement..

মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে গত সোমবার ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয় বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২১। এ আয়োজনে অন্যান্য সংগঠনের প্যারা শাটলারদের পাশাপাশি বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের ১৯ শার্টলার অংশগ্রহণ করেন চারটি ক্যাটাগরিতে। এ বিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান জানান, ‘আমরা বাংলাদেশের হুইলচেয়ার ক্রীড়াবিদদের নিয়ে কাজ করার পাশাপাশি স্ট্যান্ডিং এবং অন্যান্য ক্যাটাগরির ক্রীড়াবিদদের নিয়েও কাজ করছি। আমরা চাই তারা যেন ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলায়ও অংশগ্রহণ করেন। তাই আমরা ইনডোর ক্রিকেটসহ ব্যাডমিন্টন, ডার্ট, রাগবি, দাবা, ক্যারমসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশেষভাবে প্যারা অলিম্পিকের খেলাগুলো নিয়ে কাজ করছি ২০১৮ সাল থেকে। এরই ফলে আমাদের বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের অন্যতম অর্জন জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২১-এর মাধ্যমে জাতীয় পর্যায়ের বড় আসরে অংশগ্রহণ করা।

advertisement

এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এনায়েত উল্লাহ খান স্যারকে।

যিনি আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে। এ চ্যাম্পিয়নশিপে আমাদের নিবন্ধিত শাটলারদের মধ্যে থেকে বাছাইকৃত ১৯ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে হুইলচেয়ার-২ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন রাজন, ওলী, আরিফ, রবিন, সহিদুল, উজ্জ্বল, তানভীর, নূর, রায়হান, নাহিয়ান, মঈন, সুজন, স্বপন। স্যান্ডিং-৩ ও স্যান্ডিং-৪ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন মতিউর, জাবেদ, মোরশেদ ও আহাদ। স্যান্ডিং আপার-৫ ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন নাদিম এবং সর্ট স্ট্যাচার-৬ ক্যাটাগরিতে হৃদয়। আমরা আশা করি, ভবিষ্যতে আমাদের এই শাটলাররা দেশের মুখ উজ্জ্বল করবে।’