advertisement
advertisement
advertisement

‘প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২১ ০৩:৪০ পিএম | আপডেট: ৪ জুলাই ২০২১ ০৭:৩৮ পিএম
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
advertisement

দেশের করোনাভাইরাস পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। তবে এমন পরিস্থিতিতেও দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে সে চাহিদা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আজ রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন বক্তব্যকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিমুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হয়েছে।

advertisement

অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়ে বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত ফলাফল হাতে পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ সত্যি কি না তা বলা যাবে। এ মুহূর্তে সংকট না থাকলে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা কঠিন চালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন তিনি।