ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ১৮ দিনে এই হাসপাতালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হলো।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জন হলেন- ময়মনসিংহ সদরের সুনীতি আদিত্য (৯০), মমতাজ বেগম (৬০), সফির উদ্দীন (৭০) ও জামালপুরের কিতাব আলী (৭২)। গতকাল সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে নতুন ১১ জন ভর্তি হয়েছেন। মোট চিকিৎসাধীন ৮৭ জন। তাদের মধ্যে আইসিইউতে তিন জন।