নিখোঁজের ৫ দিন পর কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গাজীপুর মহানগরের যোগিতলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। হঠাৎ নির্বাচনের তিন দিন আগে মেহেদী হাসান নিখোঁজ হন।
এর আগে ২৫ নভেম্বর সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হন মেদেহী। তার পর থেকে তিনি নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় থানায়। কালিয়াকৈর থানাপুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম তার খোঁজে অভিযান শুরু করে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের যোগিতলা এলাকা থেকে মেহেদীকে উদ্ধার করা হয়। নিজের পরিবা?র ও সন্তানদের রক্ষার জন্য নিজেই আত্মগোপন করেন বলেও জবানবন্দি দিয়েছেন বলে
জানান ওসি।