আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে হত্যা অথবা গুম করেছে তালেবানরা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচের নতুন নথিতে এমন তথ্য পাওয়া গেছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সাবেক সরকারি নিরাপত্তা বাহিনী অথবা কর্মীদের কোনো ক্ষতি করবে না। কিন্তু আগস্ট মাসে কাবুল দখলের পূর্বে ১৮ মাসে ব্যাপক হত্যাকা- চালিয়েছে তালেবানরা। তাদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইটওয়াচের প্রতিবেদনে দেখা গেছে, তালেবান শাসনামলেও শতাধিক পরিকল্পিত হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
মূলত চারটি প্রদেশ- গজনি, হেলমান্দ, কুন্দুজ ও কান্দাহারে এসব হত্যাকা-ের ঘটনা ঘটেছে।