দেওয়ানগঞ্জে পোল্যাকান্দি ব্রহ্মপুত্রের তীরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তবলিগ জামাতের ইজতেমা গতকাল বাদ জুমা মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি মুজিবুর রহমান।
জেলার দেওয়ানগঞ্জে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৩ দিনব্যাপী ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত ১৫ জানুয়ারির পরিবর্তে একদিন পূর্বে গতকাল বাদ জুমা মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রসাশনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে ইজতেমা মাঠে দেশের বিভিন্ন জেলা থেকে ৪০টি জামাত অংশ নেন। দেওয়ানগঞ্জ ছাড়াও আশপাশের বেশ কয়েকটি উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের আগমণ ঘটে। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ইজতেমাটি পরিচালিত হয়। ইজতেমা ব্যক্তি, জাতি ও দেশের কল্যাণ বয়ে আনবে এবং মুসলিম ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিরাট ভূমিকা পালন করবে।