মার্টিন লুথার কিং জুনিয়র (১৯২৯-১৯৬৮) প্রখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী ও রাজনীতিক। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় মার্টিন লুথার
কিং জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসোফি ডিগ্রি লাভ করেন।
তিনি আফ্র-আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করেছেন। ১৯৬৩ সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণের শিরোনাম ছিল- আই হ্যাভ এ ড্রিম। কর্মজীবনের শুরুতে মার্টিন লুথার কিং মানবাধিকার কর্মী ছিলেন।
১৯৫৫ সালে মন্টোগমারিতে বাস বয়কটে নেতৃত্ব দেন। প্রথমবার রাষ্ট্রপতি হয়ে ১৯৫৭ সালে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তহবিল গঠন করেন। ১৯৬২ সালে আলবেনিয়া ও জর্জিয়ায় ব্যারথ অভিযান চালান। ১৯৬৩ সালে ওয়াশিংটন মাচ সুসংগঠিত করেন। একজন সফল বক্তা হিসেবেও পরিচিতি পান তিনি। ১৯৬৮ সালের ৪ এপ্রিল শ্বেতাঙ্গ উগ্রপন্থি এক যুবকের হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন মৃত্যুবরণ করেন।