দিনাজপুরের বিরামপুরে আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার রেলস্টেশন এলাকার রজনীগন্ধা নামে ওই হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি হোটেল রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করে।
উদ্ধার যুবকের নাম মাইদুল ইসলাম তারিন (৩৮)। তিনি পাবনার সাথিয়া উপজেলার পাঠাথিয়া গ্রামের বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করতেন। তারিন ওই আবাসিক হোটেলে মাঝে মধ্যে অবস্থান করতেন।
আবাসিক হোটেলের মালিক আকাশ চন্দ্র জানান, গত ৮ জানুয়ারি থেকে তারিন এই হোটেলে ১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গতকাল সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তারিন হোটেল কক্ষ থেকে বের না হওয়ায় তিনি থানায় খবর দেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত তারিনের লাশ উদ্ধার করা হয়। এরপর লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় রজনীগন্ধা হোটেল মালিক আকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়।