অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। ২২ গজের ময়দানে ফেরার মঞ্চ হিসেবে তিনি বিপিএলকে বেছে নিয়েছেন। এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলবেন তিনি। তবে গতকাল বিসিবি একাডেমি মাঠে বোলিং অনুশীলন করার সময় নতুন চোটের শিকার হন মাশরাফি। কোমরের নিচের দিকে টান লাগায় বোলিংই করতে পারলেন না তিনি। পিঠের পুরনো ব্যথা কমে আসতেই এবার নতুন চোটের কারণে বিপিএলের শুরুর দিকে মাশরাফিকে পাচ্ছে না ঢাকা। প্রথম দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। প্রসঙ্গত ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে খেলার পর থেকে ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি। এবার বিপিএল দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। এ সময়ের মধ্যে নিজেকে ফিট রাখতে ১০ কেজি ওজন কমিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’।