শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ধ্রুপদীর তাল, লয়, মুদ্রার সংমিশ্রণ ভিন্ন ধরনের ব্যঞ্জনা সৃষ্টি করেছিল নৃত্যশিল্পীরা। দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত করতালি নৃত্যের নানা চিত্রকল্পই ফুটে উঠেছিল নৃত্য উৎসবের উদ্বোধনীতে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নৃত্য উৎসব’। ৭৫টি দলের নতুন নৃত্য নিয়ে শুরু হওয়া উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমি সচিব মো. আছাদুজ্জামান ও ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলু।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে নৃত্য উৎসবের প্রথম দিনের নৃত্য পরিবেশনায় অংশ নেন, নৃত্য সংগঠন ভাবনা, নৃত্যগ্রাম, বেণুকা ললিতকলা কেন্দ্র, মনিপুরি থিয়েটার, ভঙ্গিমা ডান্স থিয়েটার, সাধনা উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র, বাংলাদেশ ব্যালে ট্রুপ, বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, কায়া আশ্রম, নৃত্যশৈলী, নাঈম খান ডান্স কোম্পানি, বহ্নিশিখা, ইভান’স ড্যান্সপিরেশন, নন্দন কলা কেন্দ্র ও অ্যালিফিয়া স্কোয়াড। প্রতিদিন বিকাল ৪টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। কাল শনিবার শেষ হবে তিন দিনের এ নৃত্য উৎসব।