অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন অনেক আগেই। বলিউডে আলো ছড়িয়ে পাড়ি দিয়েছেন হলিউডেও। বিশেষ করে ‘কোয়েন্টিকো’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। বলছি প্রিয়াংকা চোপড়ার কথা। বলিউড তারকাদের মধ্যে এখন সবার ওপরে রয়েছে তার নাম। এই অভিনেত্রী ইনস্টাগ্রামের অনুসারীতে শাহরুখ, সালমান, হৃত্বিকদের ছাড়িয়ে গেছেন। বলিউড তারকাদের মধ্যে সবার ওপরে থাকা প্রিয়াংকা চোপড়ার অনুসারী ৭৩.১ মিলিয়ন। তিনি অনুসরণ করেন ৬৬৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। দ্বিতীয় স্থানে থাকা শ্রদ্ধা কাপুর নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। ৬৮.৫ মিলিয়ন অনুসারীর সঙ্গে ভাগাভাগি করে নেন নিজের কাজ ও ব্যক্তিগত খবর। তালিকার তৃতীয় স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬৩.৮ মিলিয়ন। ক্যাটরিনা কাইফ ৬১.১ মিলিয়ন অনুসারী নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি ৪৮৭ জনকে অনুসরণ করেন।
অভিনেতাদের মধ্যে সবার ওপরে রয়েছে অক্ষয় কুমারের নাম (তালিকায় পঞ্চম)। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫৮.৮ মিলিয়ন। ষষ্ঠ স্থানে রয়েছেন আলিয়া ভাট। ৫৮.৩ অনুসারীর জন্য নিয়মিত পোস্ট করেন তিনি। জ্যাকুলিন ফার্নান্দেজ তালিকার সপ্তম স্থানে আছেন ৫৭.৬ মিলিয়ন অনুসারী নিয়ে। তিনি নিজে হাজারের বেশি ব্যক্তিকে অনুসরণ করেন। অষ্টম স্থানে আছেন ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। ইনস্টাগ্রামে তার অনুসারী ৪৮.৯ মিলিয়ন। তিনি ৩৪ জনকে অনুসরণ করেন। তালিকার নবম স্থানে থাকা হৃত্বিক রোশনের অনুসারী ৪০.৮ মিলিয়ন। ইনস্টাগ্রামে ব্যক্তিগত ছবিই বেশি পোস্ট করেন এই তারকা। খুব একটা নিয়মিত না হলেও ২৭.৮ মিলিয়ন অনুসারী নিয়ে দশম স্থানে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।