তুমি আমি দুজনা/ চলো না যাই ভেসে যাই/ আকাশেরও নীল ছাড়িয়ে/ অজানা কোনো ঠিকানায়...। চমৎকার কথা ও সুরের এই গানে কণ্ঠ দিয়েছেন ২০১৫ সালের খুদে গানরাজের প্রথম রানারআপ রাফতি। পনেরো সালে সংগীতাঙ্গনে রিয়েলিটি শোর মাধ্যমে পদার্পণ হলেও ছয় বছর পর প্রকাশ হলো তার প্রথম মৌলিক গান। সংগীতা থেকে প্রকাশ হওয়া এ গান নিয়ে উচ্ছ্বসিত রাফতি। রাফতি জানান, খুদে গানরাজের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু হলেও পড়াশোনার কারণে মৌলিক গান করা হয়ে ওঠেনি। তবে নিয়মিত গানের চর্চা করে যাচ্ছি। নতুন গান প্রসঙ্গে রাফতি বলেন, গানটি প্রকাশের পর থেকেই শুভাকাক্সক্ষীদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। সবার খুব ভালো লেগেছে। আমিও গানটি নিয়ে আশাবাদী। শ্রোতারা গানটি পছন্দ করছেন এটা আমার বিশাল পাওয়া।
‘তুমি আমি দুজনা’ গানটির কথা ও সুর করছেন খোদাদাদ খান বাদশা। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ আলামিন ও শুভেল খান শিমু। উল্লেখ্য, রাফতি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী।