শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকশ্রকিদের মারধর করে গুরুতর জখমসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিশোর গ্যাং নেতা ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্যাং নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান (২৭) আশুলিয়া থানাধীন পশ্চিমজামগড়া এলাকার মো. হাশেমের ছেলে। সে অত্র এলাকায় কিশোর গ্যাং নেতা হিসেবে ব্যাপক পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত এক ইউপি মেম্বারের ছেলের ছত্রছায়ায় থেকে এলাকার উঠতি বয়সের ছেলেদের নিয়ে ইমরান কিশোর গ্যাং তৈরি করেছে। এরা মাদক, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।