বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে গবেষণামূলক বই প্রকাশ করেছে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘স্বাধীনতার পঞ্চাশ বছর : বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিকাশ’ শীর্ষক এই বইটির মোড়ক উন্মোচন হয়েছে। বইটিতে দেশি ও প্রবাসী ৯৯ জন জনস্বাস্থ্যবিদ, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক এবং সাংবাদিকের লেখা স্থান পেয়েছে।
বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা কমিটির আহ্বায়ক ড. রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সিডার স্বাস্থ্য উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, অতীতের তুলনায় আমাদের হেল্থ পলিসিতে অনেক পরিবর্তন এসেছে। এ ছাড়াও আমাদের দেশে স্যানিটেশনের পরিবর্তন পার্শ্ববর্তী দেশের তুলনায় প্রশংসনীয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, আমাদের দেশে স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি আছে। তা ছাড়াও অনেক দেশ জিডিপির ২ থেকে ৩ শতাংশ স্বাস্থ্যে ব্যয় করে, আমাদের ১ শতাংশেরও কম। এখনো অনেক অব্যবস্থাপনা রয়েছে।