advertisement
advertisement
advertisement.

ইরান থেকে আরও বেশি গ্যাস চায় ইরাক-তুরস্ক

অনলাইন ডেস্ক
১৬ মে ২০২২ ০৪:৩৩ পিএম | আপডেট: ১৬ মে ২০২২ ০৪:৪৯ পিএম
প্রতীকী ছবি
advertisement..

ইরান থেকে গ্যাস আমদানির পরিমাণ বাড়াতে চায় ইরাক ও তুরস্ক। দেশটির ন্যাশনাল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ চেগিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মাজিদ চেগিনি বলেন, গত কয়েক মাসে প্রতিবেশী দেশ ইরাক ও তুরস্কে লাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ আগের তুলনায় বাড়ানো হয়েছে। তবে এ দুই দেশের আরও বেশি গ্যাস প্রয়োজন।

advertisement

চেগিনি আরও বলেন, ইরাক ও তুরস্কে গ্যাস রপ্তানির চুক্তি নবায়ন করার ব্যাপারে ওই দুই দেশের সঙ্গে আলোচনা চলছে। আলোচনায় তারা গ্যাসের অতিরিক্ত চাহিদার কথা তুলে ধরেছে। দেশের গ্যাসের মজুদের প্রতি লক্ষ্য রেখে দুই দেশের আবেদন বিবেচনায় নিয়ে আসবে ইরান।

তিনি বলেন, চলতি বছর তুরস্ক ও ইরানের সঙ্গে গ্যাস চুক্তির মেয়াদ শেষ হবে ইরানের। এসব চুক্তি নবায়নের পাশাপাশি আজারবাইজান এবং আর্মেনিয়ায়ও গ্যাস সরবরাহ বাড়াবে ইরান।

যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির আওতায় ইরানের তেল ও গ্যাস রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ওয়াশিংটন। কিন্তু নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে সব ধরনের জ্বালানি পরিকল্পনা অনুযায়ী রপ্তানি করে যাচ্ছে তেহরান।সূত্র : পার্সটুডে