খুলনায় দুই খালাতো বোনকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা হলো- মুজাহিদ, আজিজুল ও নাঈম।
বটিয়াঘাটা থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল সোমবার সকালে জানান, ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ একজনকে ও র্যাব আরও ২ জনকে গ্রেপ্তার করেছে। ধর্ষণের শিকার দুই বোনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। খুলনা র্যাব
৬-এর মুখপাত্র লে. ক?র্নেল মুহম্মাদ মোসতাক আহ?মদ ব?লেন, ধর্ষণের ঘটনা জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু ক?রে। ঘটনার সঙ্গে জ?ড়িত থাকার অ?ভি?যো?গে গতকাল ভোরে ব?টিয়াঘাটার বি?ভিন্ন স্থা?নে অ?ভিযান চা?লি?য়ে মুজা?হিদ শেখ ও আ?জিজুল মোড়ল ওর?ফে মিশ?রিয়া?কে আটক ক?রা হয়। র্যা?বের প্রাথ?মিক জিজ্ঞাসাবা?দে তারা ঘটনার সঙ্গে জড়িত ব?লে স্বীকার ক?রেছে। ত?বে এ ঘটনার সঙ্গে আর কারা জ?ড়িত তা জিজ্ঞাসাবা?দে জানা যা?বে। তি?নি আরও জানান, ওই দুর্বৃত্তরা মূলত ওই বা?ড়ি?তে ধর্ষণের জন?্যই যায়। এরা লম্পট প্রকৃ?তির। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অ?ভিযান অব্যাহত রয়েছে।
গত শনিবার রাত দেড়টার দিকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে ঘরে ঢুকে শিশুকে জিম্মি করে দুই খালাতো বোনকে গণধর্ষণের ঘটনা ঘটে। এতে মোট ৭ জন অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।