স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার তার পরিবারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
পারিবারিক সূত্র জানায়, নির্মল রঞ্জন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে তার। রিপোর্টগুলো বিবেচনা করে শনিবার সকালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। নির্মল রঞ্জন গুহের স্ত্রী ও ভগ্নিপতি তার সঙ্গে গেছেন। সে সময় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন জানান, নির্মল রঞ্জনকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।