নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, বিশুদ্ধকরণ পানি সাপ্লাই এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার কমান্ডার মেজর জেনারেল নকীব আহমদ চৌধুরী এর উদ্বোধন করেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ঝানজাইল উচ্চবিদ্যালয় মাঠে এর কার্যক্রম শুরু করা হয়। উপস্থিত ছিলেন টাস্ক ফোর্স গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, ৭৭ পদাতিক মেজর মো. রিফাত আহমদ ভুইয়া, এডিএমএস মেডিক্যাল ব্র্যাঞ্চ কর্নেল শহিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শামীম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রমুখ। ষ