ছয় বছর ধরে লিভারপুলের জার্সিতে খেলেছেন সাদিও মানে। প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে দেওয়ার পর এবার আসন্ন মৌসুমে বায়ার্ন মিউনিখে দেখা যাবে সেনেগালের তারকা ফুটবলারকে। নিজের এমন সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই লিভারপুল ছাড়ার কথা জানান মানে। তারকা স্ট্রাইকারের ভবিষ্যৎ ঠিকানা হিসেবে বারবার উঠে আসছিল বায়ার্ন মিউনিখের নাম। অবশেষে জার্মান বুন্দেসলিগার ক্লাবটির সাথে তিন বছরের চুক্তি হয়েছে সাবেক সাউদাম্পটন ফুটবলারের।
লিভারপুলের সাথে চুক্তি শেষ না হওয়ায় মানের জন্য ট্রান্সফার ফি বাবদ ৪১ মিলিয়ন ইউরো খরচ হবে বায়ার্ন মিউনিখের। এর আগে সাউদাম্পটন ছেড়ে ২০১৬ সালে লিভারপুলে পাড়ি জমান তিনি। গত কয়েক মৌসুমে রেডদের ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা সুপার কাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন মানে।
গতকাল মানে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় বায়ার্ন মিউনিখ।