ইনজুরি যেন ক্যারিয়ারটাই শেষ করে দিল সাইফউদ্দিনের! তাকে সম্ভাবনাময় পেস অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হতো। তবে বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ার কারণে জাতীয় দলে নিয়মিত হতে পারছেন না। এবার তার জাতীয় দলে ফেরার মঞ্চ হওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। ২৫ বছর বয়সী পেস অলরাউন্ডারকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলে রেখেছিলেন নির্বাচকরা। আজই তার ক্যারিবীয় দ্বীপপুঞ্জগামী বিমানে চড়ে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে বিমানে ওঠার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেল সাইফউদ্দিনের। বোলিং ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় উইন্ডিজ যাওয়া হচ্ছে না তার। জাতীয় দলের হয়ে মাঠে ফেরার অপেক্ষাটা তাই আরও দীর্ঘ হলো এই পেস অলরাউন্ডারের।
গত বছর জিম্বাবুয়ের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন সাইফউদ্দিন। একই বছরের অক্টোবরে শারজাতে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ^কাপের মাঝে চোট নিয়ে দেশে ফেরেন তিনি। এর পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন। পিঠের পুরনো চোটকে এখনো জয় করতে পারেননি সাইফউদ্দিন। বিসিবির মেডিক্যাল বিভাগ তাকে পুনরায় পর্যবেক্ষণ করবে। এর পরই জানা যাবে কবে নাগাদ তিনি সুস্থ হয়ে উঠবেন। বিসিবির প্রধান চিকিৎসব দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘সাইফউদ্দিন এখনো ট্রেনিং করছে। তবে তার বোলিং ফিটনেসের মাত্রা এখনো আন্তর্জাতিক পর্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো হয়নি। সে তার রিহ্যাব চালিয়ে যাবে এবং ফিটনেস নিয়ে কাজ করবে। তার ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হচ্ছে না।’ গতকাল মিরপুরে জাতীয় দলের নির্বাচক-চিকিৎসক, ফিজিওদের সামনে বোলিং করেন সাইফউদ্দিন। বোলিংয়ের সময় পায়ের পাতায় ব্যথা অনুভব করায় তাকে ‘আনফিট’ ঘোষণা করে বিসিবির মেডিক্যাল টিম।