ছয় ম্যাচের সিরিজ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হকি দল। বিকেএসপি হকির উপদেষ্টা কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির উদ্যোগে তার দেশের পেনাং শহরে স্থানীয় তিনটি দলের বিপক্ষে ছয় ম্যাচ খেলবে দলটি। কোচ জাহিদ হোসেন রাজু ও তার সহকারী শেখ মোহাম্মদ নান্নু দল নিয়ে মঙ্গলবার মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়ায় আগে থেকেই আছেন গোবিনাথন। পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৮ ও সুকমা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে দুটি করে এবং পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-২১ দল ও কুয়ালালামপুর ন্যাশনাল স্পোর্টস স্কুলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বিকেএসপি হকি দল।