মিডিয়া মোগল রুপার্ট মারডক ও অভিনেত্রী-সুপার মডেল জেরি হলের (৬৫) দাম্পত্য জীবনের অবসান ঘটতে যাচ্ছে। বিয়ের ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হল এর আগে ব্যান্ড তারকা রোলিং স্টোনের ম্যাক জ্যাগারকে বিয়ে করেছিলেন। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পরই মারডককে বিয়ে করেন জেরি। মারডকের মুখপাত্র ব্রাইস টম এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।