কোরবানির ঈদকে সামনে রেখে মিডিয়াপাড়া এখন দারুণ ব্যস্ত। নতুন গান, নাটক, টেলিছবি, সিনেমাসহ নানা আয়োজন প্রকাশের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছে তারা। যেসব কাজ প্রকাশ হবে দেশের টিভি চ্যানেল, বিভিন্ন অ্যাপস বা ইউটিউব চ্যানেলে। তারাই ধারাবাহিকতায় এবার ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার হবে ১৫টি নতুন টেলিছবি।
ঈদের দিন বিকেল আড়াইটায় থাকছে ‘অনাকাঙ্ক্ষিত বিয়ে’ নামের টেলিছবি। নঈম ইমতিয়াজ নেয়ামুল ও মারুফ রেহমানের রচনায় এটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আছেন আফরান নিশো, তানজিন তিশাসহ অনেকে।
এদিন বিকেল ৪টা ১০ মিনিটে প্রচার হবে ‘প্রথম প্রথম প্রেম’। রচনায় ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আছেন আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ।
টেলিছবি ‘পেইং গোস্ট’ রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।এটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, সাবিলা নুরসহ অনেকে। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয়দিন বিকেল আড়াইটায়।
আশরাফুজ্জামানের রচনা ও পরিচালনায় ‘আমি রোকেয়া বলছি’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন দুপুর আড়াইটায়। অভিনয় করেছেন সাবিলা নূর, মনোজ প্রামানিক প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে ‘বিয়ে আমি করবোই’। আশরাফুল চঞ্চলের রচনায় এটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, সিরাজ ইসলাম, আফরোজা আক্তার।
টেলিছবি ‘জটিল প্রেম’, রচনা ও পরিচালনায় নিকুল কুমার মন্ডল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, ওয়াহিদ মার্শাল প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে। মাশরিকুল আলমের রচনা ও এস আর মজুমদারের পরিচালনায় ‘নায়ক’ প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ।
মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সাইদুর রহমান রাসেলের পরিচালনায় ‘পাতার বাঁশি’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন আরশ খান, তাসনোভা তিশা, সালাহউদ্দিন লাভলু, জয়রাজ প্রমুখ। আর বিকেল সাড়ে চারটায় প্রচার হবে ‘মাই বিউটিফুল ওয়াইফ’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি নির্মাণ করেছেন মেহেদী রনি। অভিনয়ে আছেন তামিম মৃধা, সারিকা সাবা প্রমুখ।
ঈদের ষষ্ঠ দিন দুপুর আড়াইটায় প্রচার হবে ‘ঈদের সেমাই’। মারুফ হোসেন সজীবের রচনায় এটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্তু করিম, আশরাফুল সোহাগসহ অনেকে। ‘মিথ্যা তুমি সত্য তুমি’ প্রচার হবে একই দিন বিকেল সাড়ে চারটায়। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।
টেলিছবি ‘রুমাল ও ভালোবাসা’ প্রচার হবে ঈদের সপ্তম দিন দুপুর আড়াটায়। রবিউল শিকদারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, অ্যালেন শুভ্র, নিশাত প্রিয়ম, শিল্পী সরকার অপুসহ অনেকে। একই দিন থাকছে বিকেল সাড়ে চারটায় থাকছে ‘ফুলবউ’। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাশার, সামিরা খান মাহি, শতাব্দি ওয়াদুদসহ অনেকে।