কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে শামারুক নাহার নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শামারুক একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে ও উজানটিয়া এ এস আলীম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ির একটি কক্ষে রাতে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন শামারুক নাহার।
শামারুকের মা গোলচেহের বেগম বলেন, ‘ফজরের নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে আমি তার রুমে যাই। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়ার ফাঁকা দিয়ে উঁকি দিলে দেখি, সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’