কক্সবাজারের উখিয়ার আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উখিয়া উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহ ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত ছিলো।
হোটেলের রেজিস্ট্রারে বিবরণী মতে, গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় ৩০০ টাকার ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামের এক তরুণী। যেখানে ঠিকানা লেখা ছিল- হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরি উল্লেখ করা হয়। এছাড়াও বিবরণীতে পিতার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নাম্বার দেওয়া আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেতর থেকে রুম বন্ধ ছিলো। সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তরুণী একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নাম্বারটি বন্ধ এবং তার কোনো স্বজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।