২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে যৌথভাবে দুইজন প্রথম হয়েছেন। একজনের নাম সুমাইয়া রহমান ও অন্যজনের নাম সুমাইয়া বিনতে মাসুদ।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, এই ইউনিটে ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৮৫ হাজার ৫৮২ জন। পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। যৌথভাবে প্রথম হওয়া সুমাইয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, ও সুমাইয়া বিনতে মাসুদ খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
গত ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক যোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।