ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ১০ নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেপ্তারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদারবাহিনী।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।
ফিলিস্তিনি মেডিকেল সূত্রে জানানো হয়, ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ৫৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, আজ দুপুরের প্যালেস্টাইন টাওয়ারে লক্ষ করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সে সময় টাওয়ারে বিশাল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহত অনেক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত নয় যে, ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল বা পরিস্থিতি কতোদূর গড়াবে। তবে গাজার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। অবরুদ্ধ এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে।