প্রবাসে অবস্থানরত রুমমেটের স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ওই সম্পর্কের জের ধরে দেশে ফিরে রুমমেটের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের স্বীকার ওই নারী গতকাল সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছবেদ পাঠানের সৌদি ফেরত ছেলে সবুজ পাঠানকে।
ওই নারীর অভিযোগ, প্রবাস থেকে ফিরে গত ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ পাঠান তাদের বাড়িতে আসে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাকে ধর্ষণ করে। ওই সময় তার শিশু সন্তানের ঘুম ভেঙে গেলে সে চিৎকার শুরু করে। এতে পাশের স্বজনরাসহ প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পাঠান সুকৌশলে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা দায়ের করেন রাজবাড়ী থানায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে আসামি সবুজ পাঠানকে গ্রেপ্তারে অভিযান চলছে।