advertisement
advertisement
advertisement.

কাবুলে বিস্ফোরণে নিহত ১০, আইএস’র দায় স্বীকার

অনলাইন ডেস্ক
৬ আগস্ট ২০২২ ০৮:৪৪ এএম | আপডেট: ৬ আগস্ট ২০২২ ০২:০১ পিএম
advertisement..

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ বলছে, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী আইএস এক বিবৃতিতে বলেছে যে পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছেন।

advertisement

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী-শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর। খবর: রয়টার্স