advertisement
advertisement

সব খবর

advertisement
advertisement

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে আবু হানিফ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০১:০১ এএম
advertisement

বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় বসেছে আবু হানিফ নামে এক শিক্ষার্থী। গতকাল ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আবু হানিফের বাবা মৃত্যুবরণ করেন। একই দিনে বেলা ১১টায় তার দাখিল পরীক্ষা। বাড়িতে বাবার মরদেহ রেখে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তার।

advertisement 3

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। আবু হানিফ বিরুনিয়া বাজার দারুল উলুম দাখিল মাদ্রাসার ছাত্র। তার বাবা মো. হজরত আলী উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামের বাসিন্দা ছিলেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার আবু হানিফের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। কয়েকদিন ধরে তার বাবার জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবাহারা আবু হানিফা ভেঙে পড়লেও মা ও বোনদের উৎসাহে ভালুকা ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে আসে সে। ভালুকা ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রের হল সুপার মোবাশ্যারুল ইসলাম সবুজ বলেন, পরীক্ষার্থী আবু হানিফের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে তাকে। আমরা তাকে পরীক্ষা দিতে সান্ত¡নার পাশাপাশি উৎসাহ দিয়েছি।

advertisement 4
advertisement