advertisement
advertisement
advertisement.

বিশ্বকাপে ভিজিট ভিসা বন্ধ করল কাতার

কাজী শামীম,কাতার
২৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:২৭ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৮ পিএম
বিশ্বকাপ উপলক্ষে কাতারে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
advertisement..

বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের দিকে। ফিফা বিশ্বকাপ ঘিরে নিত্যনতুন নিয়মের ঘোষণা দিচ্ছে দেশটির সরকার। বিশ্বকাপ চলাকালীন কাতার প্রবেশ ও দেশের বাহিরে যেতে পারবেন হায়া কার্ডধারীরা। তবে এসময় কাতারের ভিজিট ভিসা বন্ধ থাকবে।

বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল প্রেমিরা অধির আগ্রহে অপেক্ষা করছেন কাতারে আসার জন্য। দুই মাসের চেয়েও কম সময় বাকি আছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর মধ্যে বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করছে কাতার।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জনসংযোগ বিভাগের পরিচালক এবং বিশ্বকাপ নিরাপত্তা ও নিরাপত্তা কমিটির মিডিয়া ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার আবদুল্লাহ খলিফা আল-মুফতাহ বলেন, বিশ্বকাপ চলাকালীন নভেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বর ২৩ তারিখ পর্যন্ত কাতারে ভিজিট ভিসা বন্ধ থাকবে। ফিফা টিকেট বা হায়া কার্ডধারীরা অবাধে আসতে পারবেন, তবে কাতারে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত অবস্থান করতে পারবেন। এ ছাড়া কাতারের নাগরিক, অভিবাসী ও জিসিসি দেশের নাগরিকরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।

advertisement

এছাড়াও সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ দিকে ফিফা বিশ্বকাপে দর্শকদের জন্য সকল প্রকার চিকিৎসাসেবা ফ্রী ঘোষণা করেছে কাতার।