মোহনগঞ্জ পৌরসভার নবনির্মিত ৩টি প্রকল্প গতকাল বিকালে উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও প্রধান অতিথি মো. শফিকুর রেজা বিশ্বাস এসব প্রকল্প উদ্বোধন করেন।
নওহালে পৌর ট্রাক টার্মিনাল চত্বরে মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভার ১০ কিলোমিটার এলাকা জুড়ে ৪০৫টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও স্ট্রিট লাইট প্রজ্বালন, পৌর শহরে ৪০টি সিসি ক্যামেরা স্থাপন এবং ১ দশমিক ৯০ একর জমিতে নির্মিত পৌর ট্রাকস্ট্যান্ড উদ্বোধন করা হয়। এসব প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়েছে।