ব্রাজিলের একটি স্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।গতকাল শুক্রবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর আরাক্রুজ শহরের একটি স্কুলে ঘটে এ ঘটনা।
আরাক্রুজ শহরটি এসপিরিতো রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।এসপিরিতো সান্তোর জননিরাপত্তা বিভাগের প্রধান মার্সিও সেলান্তের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী ওই কিশোর স্থানীয় সময় সকাল ১০টার দিকে দুটি স্কুলে গুলি চালায়। এর মধ্যে মধ্যে একটি সরকারি ও একটি বেসরকারি স্কুল। ধারণা করা হচ্ছে, ওই কিশোর একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এরই মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই কিশোরের বাবা দেশটির একজন মিলিটারি পুলিশ অফিসার। তার সেমিঅটোমেটিক পিস্তল নিয়েই স্কুলে হামলা চালায় সে। হামলার কারণ অবশ্য এখনো জানা যায়নি।