advertisement
advertisement
advertisement

জানুয়ারি থেকে ডলার সংকট কাটবে - সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৮ এএম
advertisement

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী জানুয়ারি থেকে দেশে ডলার সংকট কাটবে। এ ছাড়া আগামী রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা তার। গতকাল শনিবার মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপশাখা উদ্বোধনের আগে এ কথা বলেন তিনি।

দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই বলে মনে করছেন সালমান। তিনি বলেন, রিজার্ভ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। আইএমএফের ঋণসহ দেশে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার, যা দিয়ে আগামী ছয় মাস চলবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনো সংকট নেই। ঋণ দিতে এসে ঢাকার প্রশংসা করেছেন আইএমএফ প্রতিনিধিরা। ঋণ দেওয়ার জন্য বাংলাদেশকে কোনো শর্তও দেয়নি প্রতিষ্ঠানটি।

advertisement

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান রহমান জানান, এ প্রতিষ্ঠানে নারী ও ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের ব্যবস্থা রয়েছে। প্রবাসীদের আইএফআইসি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংবিধানের মাধ্যমেই হবে। সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে। কেউ নির্বাচনে না এলে আওয়ামী লীগের কিছু করার নেই।

advertisement

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি ফরহাদ হোসেন বলেন, আধুনিক ব্যাংকিংসেবার অনন্য উদাহরণ আইএফআইসি ব্যাংক। খুব শিগগির মুজিবনগর দিয়ে ভারতের সঙ্গে স্থলবন্দর চালু হবে। মেহেরপুরের কৃষিকে এগিয়ে নিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।