সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ায় তাদের একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মার্কিন ঘাঁটিতে এমন সময় হামলার ঘটনা ঘটল, যখন সিরিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। ১৩ নভেম্বর ইস্তানবুলে বিস্ফোরণের প্রতিশোধ নিতে সম্প্রতি তুরস্ক সিরিয়ায় কুর্দি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এদিকে মার্কিন কমান্ডার জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল-সাদ্দাদি ঘাঁটিতে অবস্থানরত যৌথ বাহিনীর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি এবং কোনো কিছুর ক্ষতি হয়নি। আল জাজিরা।
সোনা দিয়ে তেল ক্রয়
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে মার্কিন ডলার ব্যয় না করে সোনা দিয়ে তেলজাতপণ্য ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছে আফ্রিকার দেশ ঘানা। দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামাদু বাইউমিয়া গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এই পদক্ষেপ নেওয়ার অর্থ হলোÑ তেল আমদানি করার ক্ষেত্রে বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো। রিজার্ভ কমে যাওয়ার কারণে দেশটির স্থানীয় মুদ্রা দুর্বল হচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়ছে। ফেসবুক পোস্টে মাহামাদু জানিয়েছেন, সোনা দিয়ে জ্বালানি ও তেলজাতপণ্য কেনার ফলে বিনিময় হারের সরাসরি প্রভাব ঠেকানো যাবে। কারণ দেশের বিক্রেতাদের তেলজাতপণ্য আমদানিতে বিদেশি মুদ্রার প্রয়োজন হবে না। রয়টার্স
স্কুলে বন্দুক হামলায় ব্রাজিলে নিহত ৩
ব্রাজিলের দুটি স্কুলে বন্দুকধারীর ছোড়া গুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের স্পেরিতো সান্তো প্রদেশের আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটে। আরাক্রুজ শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে বন্দুকধারী একটি স্কুলে যান। সেখানে শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। সেখানে দুই নারী নিহত হন। ওই ঘটনায় আরও ৯ জন আহত হন। এর পর বন্দুকধারী আরেকটি স্কুলে যান। সেখানে তিনি একজন কিশোরীকে হত্যা করেন বলে জানিয়েছেন শহরটির মেয়র কার্লোস কুতিনহো। স্পেরিতো সান্তো প্রদেশের গভর্নর জানিয়েছেন, বড় অভিযান চালানো শেষে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আল জাজিরা।