জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে পারেনি শ্রীলংকা। পাল্লেকেলেতে আফগানিস্তানের কাছে ৬০ রানে হেরেছে তারা। রহমানউল্লাহ গুরবাজের ফিফটি (৫৩), ইব্রাহিত জাদরানের সেঞ্চুরি (১০৬) আর নাজিবুল্লাহ জাদরানের ২৫ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৯৪ রান করে আফগানিস্তান। রানতাড়ায় ৩৮ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলংকা। পাথুন নিসানকা সর্বোচ্চ ৮৫ রান করেন। আফগানিস্তানের হয়ে ফারুকি ৪টি ও নাইব ৩টি উইকেট নেন।