স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বর্তমান রানার্সআপ বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে। অপর কোয়ার্টার ফাইনালে বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল। আজ কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী ও শেখ জামাল এবং মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশ এফসি। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আলো ছড়িয়েছেন কিংসের রাকিব হোসেন ও রবসন রবিনহো। তবে তাদের প্রথম গোল পেতে আধঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। খেলার ৩৪ মিনিটে গোল পান রাকিব। রিমনের লম্বা ক্রস থেকে বল পান তিনি। ফাঁকা পোস্ট পেয়ে সহজেই বল কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেন রাকিব। ব্রাজিলিয়ান তারকা রবিনহো কিংসকে ২-০ গোলে এগিয়ে দেন। বক্সের বাইরে
থেকে তার নেওয়া শটে বল জালে আশ্রয় নেয়।