advertisement
advertisement
advertisement

বিজয়ের মাসে মঞ্চে ‘ঊর্ণাজাল’

বিনোদন সময় প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:০৯ এএম
advertisement

বিজয়ের মাসে আগামী ২ ও ৫ ডিসেম্বর বাতিঘর নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ঊর্ণাজাল’-এর দুটি প্রদর্শনী হতে যাচ্ছে। ‘ঊর্ণাজাল’-এর ৩০তম প্রদর্শনীটি হবে ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এবং ৩১তম প্রদর্শনীটি হবে ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে। বাতিঘর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘ঊর্ণাজাল’-এর রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটিতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্মরণ বিশ্বাস, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা য়োমী, রাজা, শৈবাল, ইয়াসিরসহ বাতিঘরের নাট্যকর্মীরা।

advertisement