advertisement
advertisement
advertisement

নড়াইলে সড়কের সংস্কার হচ্ছে কাদামাটি দিয়ে

নড়াইল প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

নড়াইলের লোহাগড়ায় এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণে কাদাযুক্ত বেলেমাটি ও নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ১৪ কিলোমিটার সড়কের মধ্যে ঝিকড়া এলাকা থেকে আমাদা পর্যন্ত ১ হাজার ৪০১ মিটার সড়কের দুপাশে দুই ফুট করে মোট চার ফুট প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এজন্য সড়কের দুপাশে মাটি খুঁড়ে সেখানে বালুর পরিবর্তে বেলেমাটি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও কাদামাটি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সড়কটি প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ।

এ ছাড়া সড়কের দুপাশে ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছের শিকড় অপসারণ না করেই সড়ক প্রশস্ত করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন এলাকাবাসী।

advertisement

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানায়, প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে এড়েন্দা-লুটিয়া সড়কের ঝিকড়া এলাকা থেকে আমাদা পর্যন্ত ১ হাজার ৪০১ মিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের মালিক মহিউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

advertisement

কাদাযুক্ত বেলেমাটি ও নিম্নমানের ইট ব্যবহারের ব্যাপারে এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যে ধরনের ইট ব্যবহার করছে তা মানসম্মত নয়। এ ইট পরিবর্তন করতে বলা হয়েছে। তবে কাদাযুক্ত বেলেমাটির ব্যবহারকে তিনি সমস্যা হিসেবে দেখছেন না।