advertisement
advertisement
advertisement

সিমিন হোসেন রিমি আ.লীগের সভাপতিমণ্ডলীতে

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১২:১০ এএম
advertisement

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। বর্তমানে তিনি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল শনিবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তাকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

advertisement

একই দিনে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকিকে মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি জাহানারা বেগমকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদসদ্যের মধ্যে ২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরের মাস ৯ জুলাই মৃত্যুবরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সর্বশেষ ২০২১ সালের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আবদুল মতিন খসরু। সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করার মধ্য দিয়ে সভাপতিমণ্ডলীর শূন্যপদ পূরণ করে। পরে গত ১১ সেপ্টেম্বর দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় আরেকটি পদ শূন্য হয়। এই শূন্যপদে গতকাল শনিবার সিমিন হোসেন রিমিকে আনা হয়েছে।

advertisement

২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নবমবারের মতো শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হন। আর সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নূরুল ইসলাম নাহিদ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, রমেশচন্দ্র সেন, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।