advertisement
advertisement
advertisement

পোশাক কারখানায় বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে

মবিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৩:৪৩ এএম
advertisement

দেশের পোশাক কারখানায় বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. ফারুক হাসান। শিগগিরই গ্যাসের সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, পোশাক কারখানায় সাম্প্রতিক যে বিদ্যুৎ সমস্যা তৈরি হয়েছিল, তার সমাধান হয়েছে। উৎপাদন অব্যাহত রয়েছে কারখানায়। ব্রুনাই থেকে গ্যাস এলে, গ্যাসের সমস্যারও সমাধান হবে। আমাদের ঢাকা-চট্টগ্রাম রুটে যে সমস্যা হয়েছিল, তারও সমাধান হয়েছে। তিনি বলেন, ঢাকা বিমানবন্দরে স্ক্যানিং মেশিন জটিলতায়

advertisement

পড়তে হয়েছিল একসময়। এখন চারটি স্ক্যানার বসানো হয়েছে। প্রায় সময়ই সেগুলো অলস পড়ে থাকে। বলতে পারিÑ রপ্তানির ক্ষেত্রে ঢাকা বিমানবন্দরেও কোনো জটিলতা নেই।

সম্প্রতি শেষ হওয়া মেইড ইন বাংলাদেশ উইক প্রসঙ্গে এ ব্যবসায়ী নেতা বলেন, আমরা বিজিএমইএর ইতিহাসে প্রথমবার সাত দিনব্যাপী মেগা ইভেন্ট ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদযাপন করেছি। এতে মোট ১৭টি কর্মসূচি ছিল।

advertisement