advertisement
advertisement
advertisement

চনপাড়ায় বজলুর ৬ সহযোগী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৩:৪৯ এএম
advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সন্ত্রাসী বজলুর রহমান বজলুর ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত শুক্রবার রাতে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ওপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, ইউপি সদস্য বজলুর রহমান বজলু চনপাড়া বস্তির অপরাধ জগতের অঘোষিত সম্রাট। এ মামলায় ইতোমধ্যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ন কবির মোল্লা জানান, গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

advertisement

গ্রেপ্তারকৃতরা হলেনÑ চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার হযরত আলীর ছেলে মাল্টা মনির, আনোয়ার হোসেনের ছেলে বিল্লাল হোসেন, বিল্লাল মিয়ার ছেলে সাইজুদ্দিন, লোকমান হেকিমের ছেলে জয়নাল উদ্দিন, জুলহাস কবিরাজের স্ত্রী মনোয়ার হোসেন মনু।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে চনপাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র জব্দ ও ১১ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১। আসামিদের গাড়িতে তোলার সময় তাদের ছিনিয়ে নিতে র‌্যাব সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও গুলি চালায়। হামলায় নাঈম ইসলাম ও খন্দকার কামরুজ্জামান ইমন নামে দুই র‌্যাব সদস্য আহত হন। এ ঘটনায় র‌্যাব-১, সিপিসি-১ এর নায়েক সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে মাদক ও অবৈধ বিদেশি অস্ত্র রাখা, সরকারি কাজে বাধা দিয়ে র‌্যাবের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি গাড়ি ভাঙচুর ও দাঙ্গায় লিপ্ত থাকার অভিযোগে তিনটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য বজলুর রহমান বজলুসহ ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

advertisement