শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বন্ধ সুগার মিলগুলোসহ অন্যান্য শিল্পকারখানা দেশি-বিদেশি উদ্যোক্তাদের মাধ্যমে চালুর কথা ভাবছে সরকার। পাশাপাশি বহু বছরের পুরনো কারাখানাগুলোতেও নতুন মেশিন বসানো হবে, যাতে লোকসান গুনতে না হয়। তিনি শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে ‘ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ’ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে চিনির কোনো অভাব নেই। চলতি বছরে যে পরিমাণ চিনি লাগবে, তা মজুদ আছে। এর পরও বাড়তি আরও এক লাখ টন চিনি আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। তবে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো মহল যাতে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচ খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। জেলা প্রশাসন ও রাজশাহী বিসিক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ষরাজশাহী ব্যুরো