advertisement
advertisement
advertisement

শক্তিশালী ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

২৭ নভেম্বর ২০২২ ১২:০০ এএম
আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ০৩:৪৯ এএম
advertisement

দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক ২০২২ সালের ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে ইসলামী ব্যাংককে ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইসলামী ব্যাংক’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে এ প্রতিষ্ঠান। ২৪ নভেম্বর ভার্চুয়াল প্ল্যাটফরমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করেন দ্য এশিয়ান ব্যাংকারের ম্যানেজিং এডিটর ফু বুন পিং। পুরস্কারগ্রহীতা হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। সিঙ্গাপুরভিত্তিক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স প্লাটফরম দ্য এশিয়ান ব্যাংকার চীন, অস্ট্রেলিয়া, হংকং, ভারত ও নিউজিল্যান্ডসহ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৫ শত ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে ২০২২ সালের জন্য শক্তিশালী ২২টি ব্যাংক নির্বাচিত করে। সম্প্রসারণ সক্ষমতা, ব্যালেন্স শিট প্রবৃদ্ধি, ঝুঁকিগত অবস্থান, মুনাফাযোগ্যতা, সম্পদ মান ও তারল্যÑএ ছয়টি সূচকের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

মুডি’স রেটিংয়ে প্রিমিয়ার ব্যাংক ‘বি-১’

advertisement

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ‘মুডি’স ইনভেস্টর সার্ভিসেস’ ১৭ নভেম্বর ২০২২ তারিখে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি ব্যাংক ‘দি প্রিমিয়ার ব্যাংক লি.’ কে ২০২১ সালের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি ‘বি১’ রেটিং প্রদান করেছে। মুডি’স-এর রেটিং ভবিষ্যৎ তথা ১২ থেকে ১৮ মাসের জন্য স্থিতিশীল থাকবে। ব্যাংকের সম্পদ মান, মূলধন পর্যাপ্ততা, মুনাফা অর্জন ক্ষমতা এবং সন্তোষজনক তারল্য বিবেচনায় মুডি’স এ দীর্ঘমেয়াদি রেটিং ‘বি১’ প্রদান করেছে। মুডি’স-এর তথ্যানুসারে, ২০২১ সালে নেট সুদের মার্জিন ও পর্যাপ্ত ফি, কমিশন থাকার দরুন ব্যাংকের রিটার্ন অন ট্যাঞ্জিবল এসেট ০.৭% এ উপনীত হয়েছে।

মুডি’স-এর পর্যবেক্ষণ অনুসারে, প্রিমিয়ার ব্যাংকের তারল্য পর্যাপ্ত রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে তরল সম্পদ ব্যাংকের মোট সম্পদের ২৩%, যার বেশিরভাগই নগদ এবং সরকারি বন্ড এবং বিলে বিনিয়োগ করা হয়েছে।

advertisement