বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় ৪৭ জন অংশগ্রহণ করেন। গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৭ শিক্ষার্থী শতভাগ পাস করেছে।
শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ জন এবং কমার্স থেকে ১২ জন অংশ নিয়েছে। গতবছরও ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে বলে জানিয়েছে স্কুলটির অধ্যক্ষ আফজাল হোসেন জানান।
এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।