advertisement
advertisement
advertisement

নারী শান্তিরক্ষীরা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন : প্রতিমন্ত্রী ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১১:২৯ পিএম
advertisement

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সেনা প্রদানকারী দেশ। এ পর্যন্ত বাংলাদশে সশস্ত্র বাহিনীর দুই হাজার ৩৯৭ জন নারী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে ৫৭৯ জন নারী বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন। তারা সংঘাতপূর্ণ অঞ্চলে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

advertisement

প্রতিমন্ত্রী গত ২৮ নভেম্বর লন্ডনে কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রিভেন্টিং সেক্সচুয়াল ভায়োলেন্স ইন কনফ্লক্টি ইনিশিয়েটিভ কনফারেন্স (পিএসভিআই) ২০২২’-এ একটি সেশনে এ কথা বলেন। যুক্তরাজ্যের আর্মড ফোর্সেস মন্ত্রী জেমস হিয়াপির সভাপতিত্বে এ সেশনে আলোচক ছিলেন ন্যাটোর মহাসচিবের বিশেষ প্রতিনিধি ইরেন ফেলেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেজর চারমেইন গেলডেনহুয়েজ, জেনভো সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভর্নেন্সর মেগান বাসটিক এবং বিপিএসটির জেন্ডার অ্যাডভাইজার সল্লোহ কিং ওরো। এ সময় উপস্থতি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।