কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। যেখানে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মার্কিনিরা।
মঙ্গলবার রাতে আল থুমামা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে প্রথমার্ধের পুরোটাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে যুক্তরাষ্ট্র। দলটি ৯টি শট নেয়। যার ৩টি ছিল লক্ষ্যে অপরদিকে ইরান একটিও শট নিতে পারেনি।
যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেললেও ইরানের রক্ষণ ভাঙতে পারছিল না। অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ডেস্টের হেডে বল পেয়ে গোলটি করেন চেলসি তারকা পুলিসিচ। তবে গোল করার সময় ইরান গোলরক্ষকের সঙ্গে আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন পুলিসিচ।