সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক সুরুজিৎ কুমার মুজুমদারের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের জেলা পরিষদের ডাক বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুরুজিৎ কুমার মুজুমদার পাবনা পৌর এলাকার সুধির চন্দ্র মুজুমদারের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদ অফিসের হিসাব রক্ষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ঘরের ভিতরে ঝুলন্ত মরদেহ দেখে ডাক বাংলোর কেয়ারটেকার শাহিন মিয়া পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। জেলা পরিষদে এমন ঘটনা আগে কখনো হয়নি। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।’
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, নিহত সুরুজিৎ কুমার মুজুমদারের গলায় আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।